Breaking News

আড্ডার পাতা

পা ও ফুটবলের সংসর্গে সৃষ্ট শব্দ
গন্ধ শুঁকছে গ্রাউন্ডে গড়াগড়ি দেশী মদ-বোতলের ছিপির
ছিপি । এঁটে রাখে মদ । ও তার গন্ধ । যা ওই শব্দের নিজস্ব সংগ্রহে…..

বেপথু যৌবন । ফুটবলে মিশে যাক
মিশে যাচ্ছে…..

শুকনো ঘাসের পাতায় গড়াগড়ি খাক ফুটবল । খাচ্ছে গড়াগড়ি….
আহামরি সম্পদ হয়ে থাকছে – শব্দ , গন্ধ

শব্দ মিশে যাচ্ছে শব্দে ।
শব্দের ভেতরকার বুদবুদে
ভেসে উঠছে জমানো গাছের পাতায় লাগানো আগুনের ছবি ।

আগুনের ছবি । আগুন । আশপাশে শিশুরা …
শব্দ – গন্ধ – তাপ ছুঁয়ে যাচ্ছে আড্ডার পাতা । কবিতায় …..

৭-৩-২০১৩
বিকাল ৪ টা ৫৭ মিনিট
( খড়ার পৌর মাঠের পাশে কবি তারক দোলই-এর সাথে কবিতা আড্ডায় লেখা )

Check Also

নিয়মিত কবিতাচর্চা // সৌমিত্র রায়

নিয়মিত কবিতাচর্চা আলিপুর সেন্ট্রাল জেল কোয়ার্টার ॰১-১১-২০০৩ রাত্রি ৮টা ৪ ॥ শিলাবতীর ঢেউ চলমান চিন্তাচিন্তনে …

ePoems(Edi:SRoy) 2G.1

ePoems(Edi:SRoy)// Soumitra Roy@Pahara … Kuyar jol theke sokal belar baspo amar gaa theke uriye niye …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *