Breaking News
Home / CONTRIBUTORS / Soumitra Roy / সৌমিত্র রায় / দরজা খোলার শব্দে

দরজা খোলার শব্দে

দরজা খোলার শব্দে । নড়েচড়ে চোখের পাতারা ।
লেপ-বালিশে জড়িয়ে থাকা ঘুমের গন্ধ ।
জেগে ওঠে । উড়ে বেড়াতে থাকে । জানালা খোলার শব্দে ।
শব্দ । যা আমার আড়মোড়া ভাঙায় সৃষ্টি হয় । মুখের ভেতর ।
মুখ খুললেই বেরিয়ে আসে ঘুমের গন্ধ ।
জোর করে চেষ্টা শুরু হয় ঘুমকে ভুলে থাকার ।
ঘুমকে ভুলে থাকতে হয় ।
ব্রাশ করে মুখ থেকে ঘুমের গন্ধ মুছে ফেলি ।
এরপর শুরু হয় স্টার আনন্দ বা ২৪ ঘন্টার মুখ ।
চোখ থেকে ঘুম ধুয়ে – চোখ পড়ে আনন্দবাজারে ।
কি বিশ্রী জাগরণ আমার ।
খুব ভালো লাগে ভেবে । জাগরণের গন্ধ থাকে না ঘুমে ।

Check Also

নিয়মিত কবিতাচর্চা // সৌমিত্র রায়

নিয়মিত কবিতাচর্চা আলিপুর সেন্ট্রাল জেল কোয়ার্টার ॰১-১১-২০০৩ রাত্রি ৮টা ৪ ॥ শিলাবতীর ঢেউ চলমান চিন্তাচিন্তনে …

ePoems(Edi:SRoy) 2G.1

ePoems(Edi:SRoy)// Soumitra Roy@Pahara … Kuyar jol theke sokal belar baspo amar gaa theke uriye niye …

One comment

  1. Rajesh chandra Debnath

    Darun laglo

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *