Breaking News
Home / CONTRIBUTORS / Hasan Sabbir :: হাসান সাব্বির / ইচ্ছের আকাশে লেখা পঙক্তিমালা

ইচ্ছের আকাশে লেখা পঙক্তিমালা

৪১.
খেয়াল নেই কোথায় হারিয়েছিলাম শান্তিনগরের রাস্তা
আর উড়ে এসে ক্লান্ত, বসেছিলাম শীলা’র আশায় পার্কের বেঞ্চিতে।
জেনে-শুনে কিছু ভুল করি_ পান করি কিছু বিষ!
যদি’র কথা ফেলে রাখি নদীতে! এমন এক মন্ত্রণার পাল্লায় পড়লাম,
গোল্লায় যাচ্ছি দিনদিন! নিশ্চিত, প্রতিদিনই হচ্ছি ঋণ!

কবুল করার আগে যদি বুঝতাম সমুদ্রে সাঁতার_ দম থাকতে হয়
কিন্তু কি আর করা আমি তো জেনেও ঠিক জানি না কি খেলে নেশা হয়!

৪২.
চোরাবালিতে পা দেব না প্রতিজ্ঞা ছিল
সতর্ক ছিলাম অথচ মুহূর্র ভুলে…

এই প্রথম আমি পরাজিত হলাম_
এই প্রথম আমি লজ্জিত, আহত হৃদয়!

বুঝিনি স্পর্শের আগুন_ একদিন
অগ্নিকুন্ড হয়ে পুড়বে
তুমুল জ্বলবে_ জ্বালাবে বুকের মধ্যে…

অহর্ শ এখন মৃত্যুর ঝুকি
তার তবুও হাসিমুখ! রহস্যময়!

( চলছে )

Check Also

একটি বড় কবিতার অংশ মাত্র

ওখানে রয়েছে, আমার বর্তমান বয়সকালের বেশ কিছুটা তারও বয়স হয়েছে এখন যথেষ্ট তবু তার কাছে …

দৃশ্য

যে মরতে পারে আবার বেঁচে উঠতেও পারে ভয়হীন সেই মহাত্মার সাথেই আজকের এই সহযাত্রা আলোকের …