Breaking News
Home / CONTRIBUTORS / P :: প / Preetam Bhattacharya :: প্রীতম ভট্টাচার্য / শুনছো একটি কবিতা তোমাকে // ৪

শুনছো একটি কবিতা তোমাকে // ৪

৪)

গ্রহণে গিলে খাচ্ছে বিদ্রোহ –
তোমার শেষ বেলার কথা গুলো
সূচের আঘাতের মত রক্তবিন্দু ঝরায় ।
আমার রূপকথা গুলো তুমিই জ্বালালে
বসন্তের রাতে আগুন পোহালে
আর বললে আমি অভিমানী ।
নদীকে বললাম থামো –
আর সত্য গুলো ডুবে গেল ।

( আজ চতুর্থ ও শেষাংশ )

Check Also

একটি বড় কবিতার অংশ মাত্র

ওখানে রয়েছে, আমার বর্তমান বয়সকালের বেশ কিছুটা তারও বয়স হয়েছে এখন যথেষ্ট তবু তার কাছে …

দৃশ্য

যে মরতে পারে আবার বেঁচে উঠতেও পারে ভয়হীন সেই মহাত্মার সাথেই আজকের এই সহযাত্রা আলোকের …