Breaking News
Home / CONTRIBUTORS / Hasan Sabbir :: হাসান সাব্বির / ইচ্ছের আকাশে লেখা পঙক্তিমালা

ইচ্ছের আকাশে লেখা পঙক্তিমালা

৩৮.১
হয়তো কারও কোন খেয়াল নেই_
অ‍াগ্রহ নেই অন্য কারও আলো ও অন্ধকারে!
কেউ তো জানতে পারে না
কখন_ কোথায়_ কার বিরুদ্ধে
বোনা হচ্ছে ষঢ়যন্ত্রের জাল!?

৩৮.২
মাটি খেলে যদি পেট ভরতো_
বৃক্ষরা যেমন করে মাটি খায়। কী আশ্চর্য!
মাটি কিন্তু ঠিকই খেয়ে নেবে হাড়-মাংস; অস্থি-মজ্জা।

( চলছে )

Check Also

একটি বড় কবিতার অংশ মাত্র

ওখানে রয়েছে, আমার বর্তমান বয়সকালের বেশ কিছুটা তারও বয়স হয়েছে এখন যথেষ্ট তবু তার কাছে …

দৃশ্য

যে মরতে পারে আবার বেঁচে উঠতেও পারে ভয়হীন সেই মহাত্মার সাথেই আজকের এই সহযাত্রা আলোকের …