Breaking News
Home / CONTRIBUTORS / Nazmul Hasan :: নাজমুল হাসান / বৃষ্টিবন্দনা

বৃষ্টিবন্দনা

বিচ্ছিন্ন দ্বীপের মতোন একাকিত্বে হাপিয়ে উঠার পর ঘুম ভেঙে গেলে- নির্জনতার কোরাসে সমস্বরে বৃষ্টিবন্দনায় মগ্ন হওয়ার দিনে, মনে পড়ে যুগল স্তনের স্বর্গীয় ওমের কথা। সখি, আমি বৃষ্টি কাতর হয়ে বৃষ্টির রিনিঝিনি শব্দের সাথে মিশিয়ে দেব চিৎকার-শীৎকার। ভোড়ের কুয়াশার মতো নাকের ডগায় বিন্দু বিন্দু ঘাম জমা হলে নীরবে বুঝে নেব আজ বরষা। তুমুল বৃষ্টি হবে রাতে…

Check Also

একটি বড় কবিতার অংশ মাত্র

ওখানে রয়েছে, আমার বর্তমান বয়সকালের বেশ কিছুটা তারও বয়স হয়েছে এখন যথেষ্ট তবু তার কাছে …

দৃশ্য

যে মরতে পারে আবার বেঁচে উঠতেও পারে ভয়হীন সেই মহাত্মার সাথেই আজকের এই সহযাত্রা আলোকের …