যার যখন খুশি
উঠে আসে স্নান করে_
নদীর তো আর ‘না’ বলার সুযোগ নেই!
যার যখন খুশি
উঠে আসে স্নান করে_
নদীর তো আর ‘না’ বলার সুযোগ নেই!
ওখানে রয়েছে, আমার বর্তমান বয়সকালের বেশ কিছুটা তারও বয়স হয়েছে এখন যথেষ্ট তবু তার কাছে …
যে মরতে পারে আবার বেঁচে উঠতেও পারে ভয়হীন সেই মহাত্মার সাথেই আজকের এই সহযাত্রা আলোকের …