Breaking News

ভীতরে-বাহিরে

ক্লান্তিরা বিছানা সাজাচ্ছে-পাশে বসে আছে ঘুম। অবহেলায় ফেলে রাখা আবেগ-ছাইয়ের মোড়কে আবৃত আগুন লুকিয়ে হাসে-চেপে রেখেছি থিতানো ইচ্ছেগুলো সস্তার বাজার এড়িয়ে।

ঘুমালে পাহাড়ায় থাকে দেয়াল। মুচকি হাসে ব্যস্ততা। বাণিজ্যিক নগর ফেলে সাথে নিয়েছি ভোরের শিশির, কুয়াশার আঁচল, তাজা মাটির ঘ্রাণ। অহংকার পুষে রাখলাম শিকড়ের ঐতিহ্য বগলে নিয়ে।

পিছনে লতানো বংশ বৈভব। মোহনীয় ঐশ্বর্যর হাতছানি সম্মুখজুড়ে। কোন ঘেষে সবার আড়ালে তুমি-আলাদা স্কেচে সাজানো প্রতিটি বাঁক। মাথায় তুলে পৃথিবী-হাতে চাঁদ-মঙ্গলের উপড় দাঁড়িয়ে থেকো। তন্দ্রা ভাঙতে কতোক্ষন আর লাগবে আমার!

একবার ডাকো না-সব ফেলে উড়ে আসবো।
১২-০১-১৩

Check Also

একটি বড় কবিতার অংশ মাত্র

ওখানে রয়েছে, আমার বর্তমান বয়সকালের বেশ কিছুটা তারও বয়স হয়েছে এখন যথেষ্ট তবু তার কাছে …

দৃশ্য

যে মরতে পারে আবার বেঁচে উঠতেও পারে ভয়হীন সেই মহাত্মার সাথেই আজকের এই সহযাত্রা আলোকের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *