Breaking News
Home / CONTRIBUTORS / Tarak Dolai :: তারক দোলই / পালা কবিতা;রাস্তা চাইছি না ১

পালা কবিতা;রাস্তা চাইছি না ১

আসলে,থামতে চাই ।
কিন্তু রাস্তা থামতে দিচ্ছে না ।
রাস্তার শেষ খুঁজে পাচ্ছি । পাচ্ছি না ।

জবানবন্দীতে বলছ । রাস্তা ফুরোলেই তুমি ।
থামতে চাইছি । থামছিনা ।
রাস্তার মুখোমুখি রাস্তা । রাস্তা । Thank ।
COMMENTS । রাস্তা । আকাশের মত । রাস্তা ।
পাতাল ।

চাউনিতে রাস্তা । চোখবুজে । হৃৎপিণ্ড ভেদকরে রাস্তার গুচ্ছ ।

Check Also

মহানুভব

জলদ বাজনার শব্দে গায়কের কণ্ঠ গদগদ হরি কথা আসর ছেড়ে ঠাণ্ডা বাতাসে মিসে কিছুটা ভাবের …

একটি বড় কবিতার অংশ মাত্র

ওখানে রয়েছে, আমার বর্তমান বয়সকালের বেশ কিছুটা তারও বয়স হয়েছে এখন যথেষ্ট তবু তার কাছে …