Breaking News

শিরোনামহীন

পায়ের ছাপ মুছে যাচ্ছে ক্রমশই। ফিনফিনে রোদ্দুর আর ভাওয়াইয়ার রুমালে জড়ানো গ্রাম- চৈতালি হাওয়ায় চেপে দূর থেকে দূরে পৌছে দেয়। অগোছালো শুয়ে থাকা সুরহীন রাফখাতা।

বিশ্বাসের ছাতা মাথায় ঘুরি দশদিক। অভাবের বাদ্য নিয়ে ভেসে থাকি দোলাচলের পানসিতে। রূপজিবীদের ইশারায় কতোকাল মাতাল ছিলাম-ভেবে ভেবে স্থির বৃক্ষ হয়ে যাচ্ছি। আর পাগলা সময়ের উত্তাপ লেগে গলে যাচ্ছি-

তুমি কাদছো-বছরগুলো চলে যাচ্ছে সাজানো সুটকেস বিলানের মতোন। বয়সও কমে যাচ্ছে অতিদ্রুত। ইদানীং প্রতি রাতেই ভীষন কান্না পায়….।

কোনো কোনো কথা কাউকেই বলা যায় না-কখনই না।

১১.০১.১৩

Check Also

একটি বড় কবিতার অংশ মাত্র

ওখানে রয়েছে, আমার বর্তমান বয়সকালের বেশ কিছুটা তারও বয়স হয়েছে এখন যথেষ্ট তবু তার কাছে …

দৃশ্য

যে মরতে পারে আবার বেঁচে উঠতেও পারে ভয়হীন সেই মহাত্মার সাথেই আজকের এই সহযাত্রা আলোকের …

2 comments

  1. Rajesh chandra Debnath

    valo laglo bondu

  2. bhalo laglo.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *