রাজেশচন্দ্র দেবনাথ
স্নেহবাস তোমার বিছানায়
তাৎপর্যহীন ভাঁজে মৃত্যুর আঁচড় ।
ব্যধিরুপে উৎসর্গ
সমুদ্রের অতল ঢেউ
সারিসারি ঝিনুকের চোখে ।
রাজেশচন্দ্র দেবনাথ
স্নেহবাস তোমার বিছানায়
তাৎপর্যহীন ভাঁজে মৃত্যুর আঁচড় ।
ব্যধিরুপে উৎসর্গ
সমুদ্রের অতল ঢেউ
সারিসারি ঝিনুকের চোখে ।
সুখ-ই আমার বড় অসুখ
রাজেশচন্দ্র দেবনাথ-এর কবিতা | পল-অনুপল | ১৫ অংশে | আজ শেষাংশ হরমোন মিশ্রিত কণ্ঠস্বর আমার …