Breaking News

পল-অনুপল | অংশ-১

রাজেশচন্দ্র দেবনাথ-এর কবিতা | পল-অনুপল | ১৫ অংশে | আজ অংশ-১

১)

সময়ের খোসা ছাড়িয়ে অষ্টমীর ঋন

মরীচিকার রং নেই ডাইনিং-এ

আদিম বটে রুপালী মুহুত্তের পরিবর্তন

 

গুন পরিপূরক হয়ে আছে স্বেচ্ছায়

 

Check Also

অসুখ

সুখ-ই আমার বড় অসুখ

পল-অনুপল | ১৫

রাজেশচন্দ্র দেবনাথ-এর কবিতা | পল-অনুপল | ১৫ অংশে | আজ শেষাংশ হরমোন মিশ্রিত কণ্ঠস্বর আমার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *