জানালার পাশে কৃষ্ণমেঘ
দৃশ্যমানে চন্দন মেখে
রচনা করে ভোরের ক্রিকেট ।
জানালার পাশে কৃষ্ণমেঘ
দৃশ্যমানে চন্দন মেখে
রচনা করে ভোরের ক্রিকেট ।
ওখানে রয়েছে, আমার বর্তমান বয়সকালের বেশ কিছুটা তারও বয়স হয়েছে এখন যথেষ্ট তবু তার কাছে …
যে মরতে পারে আবার বেঁচে উঠতেও পারে ভয়হীন সেই মহাত্মার সাথেই আজকের এই সহযাত্রা আলোকের …
রাজেশ, খুব খুব ভালো লাগলো ……
Dhannabad soumitra Da