Breaking News
Home / CONTRIBUTORS / Tarak Dolai :: তারক দোলই / চোখের আলোয়……….

চোখের আলোয়……….

চোখের আলোয় আজো আসেনি সেই স্কুলবাস ।
বেঞ্চের পাশে উচুঁ মাথা । মেয়েলি কণ্ঠসর ।
Dashboard-এ হিজিবিজি ঘুম পাড়ানি গান ।
বিকেলের কাছাকাছি খেলার মাঠের বন্ধুরা ।
রাস্তার ধারে নিচুঁ ঝোপ । নিজেকে খোঁজার অবসর ।
আমি ওই খানে কর্মব্যস্ত কলনির সুসাইড নোট ।
নীল ফ্রকপরা একফালি চিলে কোঠা ।
তোমার বাগানের সুন্দরী মাঝরাত ।

Check Also

দৃশ্য

যে মরতে পারে আবার বেঁচে উঠতেও পারে ভয়হীন সেই মহাত্মার সাথেই আজকের এই সহযাত্রা আলোকের …

কূটস্থ

তৃণভূমি আর সেই দরজা তোমার মধ্য দিয়ে ছুঁয়েছি মহান সেই ব্যাপ্তির আলো জীবনের যত রচিত …

4 comments

  1. Dashboard-এ হিজিবিজি ঘুম পাড়ানি গান ।…………… দারুন !

  2. soumitra da ধন্যবাদ

  3. Rajesh chandra Debnath

    ভালো লাগলো দাদা

  4. ধন্যবাদ দাদা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *