Breaking News

আর মেহগিনী

তারক দোলই

পুনরায় শূন্যতার স্থান ভেদ
। আর অল্প কাম ।
অহঙ্কার । তুমি ও তোমার
আনুসাঙ্গিক প্রকৃতি ।
সমস্ত ছায়াহীন যোগ্যতার মত
। আমাকে প্রদক্ষীণ কর ।
সচ্ছল । বায়ুকেন্দ্রীক
ফুসফুস । গুটানো আত্ম
মর্যাদা ।
সন্ধিহান হচ্ছি ।
পলিমাটী । যতসামান্ন বাংলী
গুল্ম । আর মেহগিনী ।
দিন শুরু এবং শেষে ।
ভঙ্গুর…………………….
পা রাখছি ।
ভূমি স্তরের প্রায়
অবিভাজ্য কনায় ।

Check Also

একটি বড় কবিতার অংশ মাত্র

ওখানে রয়েছে, আমার বর্তমান বয়সকালের বেশ কিছুটা তারও বয়স হয়েছে এখন যথেষ্ট তবু তার কাছে …

দৃশ্য

যে মরতে পারে আবার বেঁচে উঠতেও পারে ভয়হীন সেই মহাত্মার সাথেই আজকের এই সহযাত্রা আলোকের …