Breaking News
Home / CONTRIBUTORS / Tarak Dolai :: তারক দোলই / দায়িত্ত । সংশোদনের ।

দায়িত্ত । সংশোদনের ।

তারক দোলই

আকটে লোকগুলো । বাসের দরজা ।

চাকা-রা
পিঠ বেঁকিয়ে……………………..পাথর
কুঁচির নোখ ।

পা আকটে দেখছ । সদর গেট পার
করছে
আমার অফুরন্ত দায়িত্ত
জ্ঞানের সংকলন ।
বায়ুমণ্ডল এলাকার ।

হোম লোনের দায়ে ঈষত খেপলাটে
। টিফিন কৌটায় ভরছি । আলো
অসংলঘ্ন ।
তোমার দুরন্ত গতির সঙ্গে
পাল্লা দিয়ে হাঁটছি ………

যায়, নিশ্চয় । ঘুমোতে যায় ।
তলপেটে ভোরে সংশোদনের আশা ।

একান্ত ব্যক্তিগত মতামত
ছাড়া । শয়ন কক্ষ । অগোছালো

Check Also

একটি বড় কবিতার অংশ মাত্র

ওখানে রয়েছে, আমার বর্তমান বয়সকালের বেশ কিছুটা তারও বয়স হয়েছে এখন যথেষ্ট তবু তার কাছে …

দৃশ্য

যে মরতে পারে আবার বেঁচে উঠতেও পারে ভয়হীন সেই মহাত্মার সাথেই আজকের এই সহযাত্রা আলোকের …