Breaking News
Home / CONTRIBUTORS / Soumitra Roy / সৌমিত্র রায় / পোশাক । ঢাকা । পোশাকে ।

পোশাক । ঢাকা । পোশাকে ।

সৌমিত্র রায়

এলোমেলো আলনা । ……………………………

আলনায় আলো । …টিউবলাইটের ।
আলো । আলনার এলোমেলত্বে ।
…এলোমেলো পোশাকে ।

পোশাক । গোছানো । যেখানে…. গৃহিনীর হাতের ছোঁয়া ।
ছিলো । আছে….

আমার ছোঁয়ায় এলোমেলো… আমার জামা । প্যান্ট ।
অন্তর্বাস । প্যান্টের বেল্ট ।
এমনকি শীতবস্ত্র । …আলনা জুড়ে ।
এলোমেলো ।

গোছানো পোশাক । ঢাকা । এলোমেলো পোশাকে ।
আমার এলোমেলো দিন । দিন ।
দিনের আলো ।
নিভৃতে গুছোতে থাকে কেউ ।

গচ্ছিত দিনের আলো । আড়াল হয় । এলোমেলো টিউবলাইটের আলোয় ….
পোশাক । ঢাকা । পোশাকে ।
আলোয় । আলো ।
অন্ধকারের…. চিহ্নমাত্র নেই ।।

রাত ৯:৩৬ ২১.১২.২০১২

Check Also

নিয়মিত কবিতাচর্চা // সৌমিত্র রায়

নিয়মিত কবিতাচর্চা আলিপুর সেন্ট্রাল জেল কোয়ার্টার ॰১-১১-২০০৩ রাত্রি ৮টা ৪ ॥ শিলাবতীর ঢেউ চলমান চিন্তাচিন্তনে …

ePoems(Edi:SRoy) 2G.1

ePoems(Edi:SRoy)// Soumitra Roy@Pahara … Kuyar jol theke sokal belar baspo amar gaa theke uriye niye …

2 comments

  1. Rajesh chandra Debnath

    Durdanto…..kub valo laglo

  2. ”নিভৃতে গুছোতে থাকে কেউ”

    বা,বা ভারি সুন্দর । এক জন পাঠক হিসাবে কিন্তু বেশ গুছিয়ে পড়লাম ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *