Breaking News

জলের আঁচড়

সেই আয়নার সামনে আর দাঁড়াতে চাইনা
দেখতে চাই না
শামুকের মতো অসহায়তার হেঁটে যাওয়া ,
অদৃশ্য শব্দের বুদ্বুদের মতো
দ্বিখন্ডিত হয়ে যাওয়া চাঁদের পূর্ণিমা রাত –
আরও যা যা লেখা তার বুকে জলের আখরে
– আর দেখতে চাই না ।

খসে পড়া বুকের আঁচলে
শুধু দুটো ধর্ষিতা পাপড়িই দেখি উঁকি মারে –
সেইসব দৃশ্যমান জলের আঁচড় ;
যা শুধু স্মৃতিহীনতার মুখোমুখি বসতে চায় ।

দেবব্রত চক্রবর্তী-র কবিতা // জলের আঁচড়

Check Also

একটি বড় কবিতার অংশ মাত্র

ওখানে রয়েছে, আমার বর্তমান বয়সকালের বেশ কিছুটা তারও বয়স হয়েছে এখন যথেষ্ট তবু তার কাছে …

দৃশ্য

যে মরতে পারে আবার বেঁচে উঠতেও পারে ভয়হীন সেই মহাত্মার সাথেই আজকের এই সহযাত্রা আলোকের …