রাজেশ চন্দ্র দেবনাথ
জন্মের ব্যাসার্ধ মেপে
পাপ্সশিল্পে উন্মুক্ত অধিকার।
লাইফবোট নেই,পরিবর্তনশীল
শিকারির মনে বিস্ময় – জাল।
সূর্য ডুবে গেছে
প্রচ্ছদের আড়ালে।
রাজেশ চন্দ্র দেবনাথ
জন্মের ব্যাসার্ধ মেপে
পাপ্সশিল্পে উন্মুক্ত অধিকার।
লাইফবোট নেই,পরিবর্তনশীল
শিকারির মনে বিস্ময় – জাল।
সূর্য ডুবে গেছে
প্রচ্ছদের আড়ালে।
ওখানে রয়েছে, আমার বর্তমান বয়সকালের বেশ কিছুটা তারও বয়স হয়েছে এখন যথেষ্ট তবু তার কাছে …
যে মরতে পারে আবার বেঁচে উঠতেও পারে ভয়হীন সেই মহাত্মার সাথেই আজকের এই সহযাত্রা আলোকের …