Breaking News
Home / CONTRIBUTORS / Saikh Israil :: শেখ ইসরাইল / গ্রন্থিগুলি খুলে যাবে

গ্রন্থিগুলি খুলে যাবে

দগ্ধ খরা বসুন্ধরা ; দারুন অধরা –
মেঘ বৃষ্টি ছায়া-ঘেরা পঞ্চবটি বন ,
চারিদিকে খুঁজে দেখি নাটাকাঁটা ভরা
জঙ্গলের আশেপাশে ঘোরে দুশমন !

লোকালয়ে চলে আসে জান্তব উল্লাসে
দিকে দিকে শোনা যায় ক্রন্দনের রোল
মিথ্যাচার , বীভত্সার ভীষণ সন্ত্রাসে
কতদিন পার পাবে করে হট্টগোল ?

বদলের রূপ ধরে একি অট্টহাসি ,
দিকে দিকে দেখা দেয় অশনিসংকেত ,
উন্মত্ততা-উল্লাসই তিমির বিনাশী
চূর্ণ হবে । পূর্ণ হবে , ঘোচাবেই খেদ !

আঁকাবাঁকা পথে যত জটিল বন্ধন-
গ্রন্থিগুলি খুলে যাবে , হবে সুশোভন ।

বর্ষীয়ান কবি শেখ ইসরাইল-এর কবিতা

Check Also

একটি বড় কবিতার অংশ মাত্র

ওখানে রয়েছে, আমার বর্তমান বয়সকালের বেশ কিছুটা তারও বয়স হয়েছে এখন যথেষ্ট তবু তার কাছে …

দৃশ্য

যে মরতে পারে আবার বেঁচে উঠতেও পারে ভয়হীন সেই মহাত্মার সাথেই আজকের এই সহযাত্রা আলোকের …

One comment

  1. amar bhalo lagchhe nanan rakom kobita porchhi.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *