Breaking News
Home / CONTRIBUTORS / Dilip Bain :: দিলিপ বাইন / টুকি, একটি রূপকথার মেয়ে // শৈশব-১৫ ( শেষাংশ )

টুকি, একটি রূপকথার মেয়ে // শৈশব-১৫ ( শেষাংশ )

দিলিপ বাইন-এর সিরিজ কবিতা । টানা ১৫ দিন একেকটি শৈশব । আজ শেষাংশ ।

টুকি, একটি রূপকথার মেয়ে
………………………….
তোর কষ্টে কেঁদে ফেলেছিল যে রূপকথা
তার আইলাইনে ভিজতে চেয়েছিলাম আমিও
………

শৈশব-১৫

টুকি এখন বড্ড জেদি
বড়দের আকাশে বেশ নেমে পড়ে
আড্ডা দ্যায়
কথার পর কথা বলে চলে
ঠাকুমার ঝুলি থেকে তুলে আনে স্বপ্নশহর
কিডজোনে ভিড়ছে অন্যমনস্ক উড়ান
শৈশব থেকে এই অবধি রূপান্তর কথায় আমারই জীবন আলেখ্য উঠে আসে
অবিকল টুকির হাত ধরে…

:: শেষ ::

Check Also

একটি বড় কবিতার অংশ মাত্র

ওখানে রয়েছে, আমার বর্তমান বয়সকালের বেশ কিছুটা তারও বয়স হয়েছে এখন যথেষ্ট তবু তার কাছে …

দৃশ্য

যে মরতে পারে আবার বেঁচে উঠতেও পারে ভয়হীন সেই মহাত্মার সাথেই আজকের এই সহযাত্রা আলোকের …

One comment

  1. Rajesh chandra Debnath

    Dilip da protiti kobita kub valo legese…..r ek ti notun sirij suru korar jorno onurud roylo

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *