Breaking News
Home / CONTRIBUTORS / Tarak Dolai :: তারক দোলই / দখলদারি রুখচ্ছি

দখলদারি রুখচ্ছি

তারক দোলই

দিব্যি কণ্ঠনালা দিয়ে উচ্চারিত হচ্ছে রাগিনী
হচ্ছে, হচ্ছেনা ,করছি, করছিনা, তবু, শুধু, তেমন, কিন্তু, উপরন্তু, যদিও ইত্যাদি শব্দগুলো বেশ মজার
আমার মধ্যে ঘটে যাওয়া এবং নাাঘটা কর্মের ফলাফল
বেশ দিধামুক্ত রাখে
রাগিনী ঠক্কর খেয়ে যেখানে সেখানে……আর
কণ্ঠনালা দিয়ে অবস্থান নিচ্ছে পূনরায় বদহজমের যায়গায়
দখলদারি রুখচ্ছি বেশ সৈনিকী দক্ষতাই
শব্দের আড়ালে মুখলুকিয়ে হাসচ্ছি…..হা হা হা হা …………….।

Check Also

একটি বড় কবিতার অংশ মাত্র

ওখানে রয়েছে, আমার বর্তমান বয়সকালের বেশ কিছুটা তারও বয়স হয়েছে এখন যথেষ্ট তবু তার কাছে …

দৃশ্য

যে মরতে পারে আবার বেঁচে উঠতেও পারে ভয়হীন সেই মহাত্মার সাথেই আজকের এই সহযাত্রা আলোকের …

2 comments

  1. অসাধারণ লাগল…

  2. ধন্যবাদ dilip da

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *