তারক দোলই
অপহরণ কারী হেঁসেলে মাছ ভাজে
ভাজে………আর…………ভাজে…
অপহরণ কারী আখ্যা নিয়ে যাচ্ছে অন্ধকারের মাস
থুতনিতে ঢলে পড়ছে ঘাতক থায়রয়েড
শৈশবের আগুন ওভেন থেকে গড়িয়ে যাচ্ছে ………
আই সোসাইটির কলঙ্গায় রাখছি বার্ধ্যক্কের দরকারি সরঞ্জাম
তারক দোলই
অপহরণ কারী হেঁসেলে মাছ ভাজে
ভাজে………আর…………ভাজে…
অপহরণ কারী আখ্যা নিয়ে যাচ্ছে অন্ধকারের মাস
থুতনিতে ঢলে পড়ছে ঘাতক থায়রয়েড
শৈশবের আগুন ওভেন থেকে গড়িয়ে যাচ্ছে ………
আই সোসাইটির কলঙ্গায় রাখছি বার্ধ্যক্কের দরকারি সরঞ্জাম
ওখানে রয়েছে, আমার বর্তমান বয়সকালের বেশ কিছুটা তারও বয়স হয়েছে এখন যথেষ্ট তবু তার কাছে …
যে মরতে পারে আবার বেঁচে উঠতেও পারে ভয়হীন সেই মহাত্মার সাথেই আজকের এই সহযাত্রা আলোকের …