Breaking News

চোখের বইরে

তারক দোলই

সাহস রাখি পা-হড়কে আছাড় খাওয়ার
কিন্তু মুশকিল,কোন শ্যওলা জমা ঘাট পাচ্ছি না
তেমন অন্ধর কই যে “লালুর” মত দু-সাহস দেখাই
একবার বইয়ের ঝাঁপি থেকে সাপ বেরিয়ে, চমকে উঠল গট্টা ক্লাস রুম ।
সাহস রাখি শিম্বাবু চেপে দির্ঘক্ষণ টয়লেটের অপেক্ষায় …………
ব্যকরণ,এ আমার ব্যকরণ
যেখানে শব্দ…….যারা চোখের বইরে হড়কা জঞ্জাল
সাহস করি …করি …
একদিন এই বুকে আমি …..শুধু…..আমিই ঘুমাব

Check Also

একটি বড় কবিতার অংশ মাত্র

ওখানে রয়েছে, আমার বর্তমান বয়সকালের বেশ কিছুটা তারও বয়স হয়েছে এখন যথেষ্ট তবু তার কাছে …

দৃশ্য

যে মরতে পারে আবার বেঁচে উঠতেও পারে ভয়হীন সেই মহাত্মার সাথেই আজকের এই সহযাত্রা আলোকের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *