টুকি, একটি রূপকথার মেয়ে
………………………….
তোর কষ্টে কেঁদে ফেলেছিল যে রূপকথা
তার আইলাইনে ভিজতে চেয়েছিলাম আমিও
………
শৈশব-৮
পিসির কোলে চেপে মামাবাড়িতে ব্যাড়াতে এসেছে টুকি
কোলবালিশে মুখ লুকিয়ে ঘুমাচ্ছে শৈশব
মামাবাড়িটাও হুমড়ি খেয়ে দেখভাল করছে ছেলেমানুষী
গ্রামের সমস্ত মামাবাড়িও দেখতে এসেছে উঠোনের রোদ গলে
মামাবাড়ির রোববারে টুকিকে অভ্যর্থনা জানাচ্ছে জামরুল গাছের সদ্য অঙ্কুরিত কোলাহল…
( চলছে… )