টুকি, একটি রূপকথার মেয়ে
………………………….
তোর কষ্টে কেঁদে ফেলেছিল যে রূপকথা
তার আইলাইনে ভিজতে চেয়েছিলাম আমিও
………
শৈশব-৭
সারাদিন অ্যাকটা ব্যালা নিয়ম করে ঠিক ঢুকে পড়ে শরীরে
জানান দ্যায়–আপনি ঠিক আপনি নন,, এটা আমার শৈশব
টুকির থেকে শিখে নিই ছোট্টদের নিয়ম
ছোট্ট স্বপ্নঘর, ফুটেজ, পেনসিল রুম
ইচ্ছেরা এদের প্রতিটি হইচই অবধি ছড়িয়ে যায়
টুকি অবশ্য অ্যাকলা অ্যাকলা পিসির কোলে ব্যাড়াতে যায় কলতলা
বিকেলের রাস্তা ব্যাড়ানিতে খুঁজে ফেরে উড়তে পারার খ্যালনাগুলো
( চলছে… )