Breaking News
Home / CONTRIBUTORS / Dilip Bain :: দিলিপ বাইন / টুকি, একটি রূপকথার মেয়ে // শৈশব-৫

টুকি, একটি রূপকথার মেয়ে // শৈশব-৫

দিলিপ বাইন-এর সিরিজ কবিতা । প্রতিদিন একেকটি শৈশব । ডিসেম্বর ১৫ পর্যন্ত …

টুকি, একটি রূপকথার মেয়ে
………………………….
তোর কষ্টে কেঁদে ফেলেছিল যে রূপকথা
তার আইলাইনে ভিজতে চেয়েছিলাম আমিও
………

শৈশব-৫

তোর মধ্যে নিজেকে খুঁজি বোধ হয়

সবাইকে এড়িয়ে তোর কাছেই যাচ্ছি ক্যাবোল
ফেলে পালাচ্ছি চুপসে যাওয়া বিকেলগুলো

অ্যাকদিন নিজেকে ফেলে শুধু শৈশবে কাটাবো জন্মদিনটা…

( চলছে… )

Check Also

একটি বড় কবিতার অংশ মাত্র

ওখানে রয়েছে, আমার বর্তমান বয়সকালের বেশ কিছুটা তারও বয়স হয়েছে এখন যথেষ্ট তবু তার কাছে …

দৃশ্য

যে মরতে পারে আবার বেঁচে উঠতেও পারে ভয়হীন সেই মহাত্মার সাথেই আজকের এই সহযাত্রা আলোকের …