টুকি, একটি রূপকথার মেয়ে
………………………….
তোর কষ্টে কেঁদে ফেলেছিল যে রূপকথা
তার আইলাইনে ভিজতে চেয়েছিলাম আমিও
………
শৈশব-৫
তোর মধ্যে নিজেকে খুঁজি বোধ হয়
সবাইকে এড়িয়ে তোর কাছেই যাচ্ছি ক্যাবোল
ফেলে পালাচ্ছি চুপসে যাওয়া বিকেলগুলো
অ্যাকদিন নিজেকে ফেলে শুধু শৈশবে কাটাবো জন্মদিনটা…
( চলছে… )