Breaking News
Home / CONTRIBUTORS / Tarak Dolai :: তারক দোলই / পেরিয়ে যায়

পেরিয়ে যায়

দেওয়ালে ধাক্কা মারলাম……..অপরিবর্তন…..
উনমত্ত চরাচর, টেবিল… চেয়ার….বাথরুম সর্ব্বত্র
গানিতিক বিউটি
একদিননা একদিন তোমার হাতে যে সুরভিত ফুলটি দেবো……..তার মালি মানুষ পদবাচ্চ্য নয় ।
মহাকাশের আন্তর্জালে আমিও খুঁজি স্রষ্টাকে
চেয়ে নয় চোখ বুজে ………………ক্রামান্নয়ে পেরিয়ে যায় দেখার সীমা ।

পড়ছেন তারক দোলই-এর কবিতা | ফেসবুকের দেওয়াল থেকে নেওয়া

Check Also

একটি বড় কবিতার অংশ মাত্র

ওখানে রয়েছে, আমার বর্তমান বয়সকালের বেশ কিছুটা তারও বয়স হয়েছে এখন যথেষ্ট তবু তার কাছে …

দৃশ্য

যে মরতে পারে আবার বেঁচে উঠতেও পারে ভয়হীন সেই মহাত্মার সাথেই আজকের এই সহযাত্রা আলোকের …