Breaking News
Home / CONTRIBUTORS / Soumitra Roy / সৌমিত্র রায় / ঘুমোতে চল্লাম

ঘুমোতে চল্লাম

শীতের রাত । আছড়ে পড়ছে শীত । চার দেওয়াল আর । ছাদের উপর ।
ছাদ । ছাদ আর শূন্যতা । শূন্যের ছাদ । বায়ুস্তর ।
হা ! হা ! হা !… শেষ নেই । অসীম…..

শীতের রাত ।
খেজুর গুড় আর রুটি । ফাটাফাটি ।
চার দেওয়াল আর । ছাদের ভেতর । ছাদের সাথে জড়িয়ে থাকা শূন্যতার নীচে ।
মেঝের উপর । রান্না + খাওয়ার ঘরে ।
শীতের রাত ।

রাতের শীত । লেপের ভেতর । জড়াজড়ি । বাচ্চাকাচ্চা.. বৌ… ।
ঠোঁটে বোরোলীন….
ঘুমন্ত ঠোঁটে বোরোলীন । ঘুমন্ত ঠোঁট । অনুচ্চারিত লাখো লাখো কথা । ঠোঁটের আড়ালে । সারারাত ।

সারারাত । সারা রাতের শীত । বৌ-এর বুকের উপর রাখা হাতে । উধাও ।
শীতের রাত । শূন্যের ছাদ । আর তারও নীচে । ছাদের সাথে জড়িয়ে থাকা শূন্যতার নীচে ।
( 26.11.12 21:24 )

~: সৌমিত্র রায়-এর কবিতা :~

Check Also

নিয়মিত কবিতাচর্চা // সৌমিত্র রায়

নিয়মিত কবিতাচর্চা আলিপুর সেন্ট্রাল জেল কোয়ার্টার ॰১-১১-২০০৩ রাত্রি ৮টা ৪ ॥ শিলাবতীর ঢেউ চলমান চিন্তাচিন্তনে …

ePoems(Edi:SRoy) 2G.1

ePoems(Edi:SRoy)// Soumitra Roy@Pahara … Kuyar jol theke sokal belar baspo amar gaa theke uriye niye …

One comment

  1. ঘুমন্ত ঠোঁটে বোরোলীন । ঘুমন্ত ঠোঁট । অনুচ্চারিত লাখো লাখো কথা । ঠোঁটের আড়ালে । সারারাত ।—-বাহ্…বাহ্। দারুন বললে হে সৌ-মিত্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *