Breaking News
Home / CONTRIBUTORS / Dilip Bain :: দিলিপ বাইন / আমার সীমারেখা

আমার সীমারেখা

~: দিলিপ বাইন-এর কবিতা :~
………………………………..

১.
“মৃত্যুর পাশে প্রশ্নচিহ্ন
মর্গের দরজায় অপ্রাসঙ্গিক বিবর্ণতা
মাসিমার ইচ্ছা-অনিচ্ছায় মন কষাকষি
গেলেন তবু গেলেন না
থাকলেন তবু এ কেমন থাকা

শুধু অবাঞ্ছিত মানুষ আর প্রশ্নের ভিড়ে
কাঁদিয়ে দিলেন আত্মজনকে
বাকীদের জন্য রেখে গেলেন মুখরোচক গল্প
টুইস্ট
যখন শেষ আগুণের দিকে এগুচ্ছে পথ
মনে হল সাধ আর সাধ্যের এই চেকপয়েন্টে
আপনি অনিবার্য অ্যাক হলগ্রাম

কান্না লুকিয়ে হাসছিলেন অ্যাতোদিন
পুড়তে পুড়তে ভাসছিলেন সিটি সেন্টারে
শহরের ভিড়ের হারিয়ে থাকা অ্যাকাকীত্বকে
আর অ্যাকবার নাবিয়ে দিলেন পথের কিংকর্তব্যবিমূঢ়তায়…”

২.
“কেউ খুঁজছে মুক্তি
কেউ খুঁজছে মৃত্যু
কেউ খুঁজছে মৃত্যুর দোষ ও গুণ
কেউ বা খুঁজছে অমৃতের উৎস

আমরা সবাই ’অমৃতের সন্তান‘
মৃত্যু তার মিডিওকার
অগোচরে সারিবদ্ধ দাঁড়িয়ে আছি
নিজেকে খুঁজব বলে…”

৩.
“মৃত্যু আদতে অ্যাক রূপান্তর রেখা
অ্যাকটা ছায়াপথ
আলো আর ছায়ার বিভেদরেখা

অ্যাকটা গাঢ় আগুন, বিভাজিকা
ওপারে যেতে হবে অ্যাক নিশ্বাসে
তার আর পর নেই, কেবল অনন্ত নাকান্তর

দ্যাখো, সহ্যসীমার আগুনে জ্বলছে অসহ্য মৃত্যু
উড়ছে আলো-ছায়ার নকআউট
থ্রি রাউন্ড থ্রিল

দ্যাখো মাসিমা আর নেই
মর্গের লাশটা দাবী করছে দহন
শান্তির জন্য আগুন কাঙ্খিত ছিল সুদূরপ্রসারী

বাঁচার জন্য আগুন লাগে শুনেছি
মুক্তির জন্য আগুন লাগে জেনেছি
মৃত্যুর জন্য আগুন লাগে দেখেছি

ক্যানোনা মৃত্যু হোলো অ্যাকটা রূপান্তর রেখা
মৃত্যুর পর পড়ে থাকে অমৃতবোধ
পড়ে থাকে অতীন্দ্রিয় অধরা মাধুরী…”

Check Also

ePoems(Edi:SRoy)::2G.11

ePoems(Edi:SRoy) Achinta Nandi @ Dheu Balika Tomar mobile keno bondho thake ? Tumi ki nijekeo …

ePoems(Edi:SRoy)2G.10

ePoems(Edi:SRoy)::Soumen Sekhar::Alga hole fiter fnas, kotha hobe damal haoya, r kisorir elo chule, dhongser majh …

3 comments

  1. দিলিপ বাইন

    অ্যাকজন প্রিয় মাসিমার জন্য এই লেখাগুলি…

  2. BHALO HOCHCHHE DILIP, CHALIE JAO, ASHIRBAD JENO.

    Nasserda

  3. দিলিপ বাইন

    ধন্যবাদ নাসের দা। কেমন আছেন?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *