Breaking News
Home / NEWS / উন্মুখ পত্রিকার আয়োজনে

উন্মুখ পত্রিকার আয়োজনে

মুক্তিঅশ্রু সভাঘর-এ উন্মুখ পত্রিকার আয়োজনে বসন্তকালীন কবিতাবাসর দারুন জমে উঠল । একটি কবিতা অনুষ্ঠান কি অসাধারন মানে পৌঁছতে পারে তার বলিষ্ঠ উদাহরণ উন্মুখ পত্রিকার এই আয়োজন । প্রথমত অনুষ্ঠান শুরু হয় অমরেন্দ্র ভট্টাচার্য-এর রবীন্দ্র সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে। অতঃপর আলোচনা, বিষয়ঃ কবিতা সমালোচনার প্রয়োজনীয়তা । আমণ্ত্রিত বক্তা বাসুদেব দেব বিশেষ কারণে উপ্সথিত হতে পারেননি।তাই সঞ্চালকের আহ্বানে অনুষ্ঠানের এই পর্বে অংশ নিলেন উপস্থিত প্রায় প্রতিজন কবি ।বিষয়টিতে প্রায় প্রত্যেকেই স্বীকার করে নিলেন কবিতা সমালোচনার প্রয়োজনীয়তা আছে তবে তা যেন হয় গঠনমূলক এবং নিরপেক্ষ । বিশেষ কবিতা পাঠ করলেন চিত্তরঞ্জন হীরা । আমণ্ত্রিত কবিরা পাঠ করলেন কবিতা ।তাঁরা হলেন জয়তী রায় , খগেশ্বর দাস , পঙ্কজ মণ্ডল , সুভাষচন্দ্র ঘোষ , স্বপন রক্ষিত , রাণা গুপ্ত , সুমিত বন্দোপাধ্যায় , সৌমিত্র রায় এবং নীলাঞ্জন কুমার ।

Check Also

নানান কর্মসূচি অনুষ্ঠানে পরিপূর্ণ ছিলো আজকের বইমেলা প্রাঙ্গন ।

২৩.০৩.১৩ // রাজেশচন্দ্র দেবনাথ :: গতকাল কবি দিব্যেন্দু নাগ-এর মৃত্যুর পর বইমেলার কবি-শিল্পীদের মন ছিলো …

আগরতলা বইমেলার ৪র্থ দিন

রাজেশচন্দ্র দেবনাথ :: ২০ তারিখ ছিল আগরতলা বইমেলার ৪র্থ দিন । দিন যত যাচ্ছে মেলায় …