Breaking News

সৌমিত্র রায় বলছি

সৌমিত্র রায়-এর দীর্ঘ কবিতা

০২.০১.২০১০ সময় সন্ধ্যা ৬ টা ৪৮ মিনিট
ডাটা এবং তথ্যের যে ছায়া সংযোগ ।
আমি সেথায় থাকি । মেতে । সারাবেলা । সারাক্ষণ ।
তাই ।
ফিরে আসা বলে আমার কাছে কিছু হয় না ।
আমি শুধু বলি
যেখানে থেমেছি । শুরু করি সেখান থেকেই ।
আমার সাথে অন্যরাও ।

ব্লগে এসো । টুইটারে যাও । ফেসবুকের সদস্য হও ।
এসো সেলফোন । এস এম এস-এ ।
আমায় ডাকলে । পাবে । আমার সাথে পাবে ।
আমার হাঁটা । বসে থাকা ।
বাসি জামার জাবর কাটা স্বভাব । আলের ঘাস । ঘাসফড়িং ।
আর ?
আর সবই ! দাড়ি কাটা আহত ব্লেডের আনন্দ পর্যন্ত ।
সাথে এক অলৌকিক ছায়া সংযোগ । পাবে ফ্রি ।

পুরানো ডিক্সনারির পাতায় পাতায় ধুলো ।
পাতা ওল্টাই । উড়তে থাকে । ধুলো ।
বাতাসের কাঁপনে তার ঘুম । ছড়িয়ে দেয় । উড়িয়ে দেয় ।
আমি তার কম্পন বেয়ে নেমে আসি ।
সাদা পাতায় । অক্ষরে । ডাটায় ।
আর আমার ল্যাপটপের দূর্বলতা । সে নিতে পারে না ধুলো ।
তার দূর্বলতা । চাপা থাকে । তার ভাঁজেই । ক্যারিব্যাগে ।
আমি এখন অন্য কোথাও যাবো ।
কোথায় যাই ?

কোথাও না গিয়ে । ফিরে আসি । আমাতেই । সেথায় আমার
আলস্যে ঘোরেফেরে অজস্র অজুহাত ।
যার অন্যতম – ছায়াসংযোগ
সময় ৭ টা ৫৯মি: সন্ধ্যা

++

০৩.০১.২০১০ সকাল ৮ টা ৫৯ মি:
উড়ন্ত মাছির থেকে । উড়ন্ত ডানা । গুটানো পা ।
ছটফটে চোখ আর অনেকটা দূষণ নিয়ে শুরু করি । এখনকার কাব্যবিলাস ।
হ্যাঁ,দূষণ নিয়ে ।
পৃথিবী ক্রমশ গরম হচ্ছে । দূষণ বাড়ছে পৃথিবীর ।
প্রাণের সংকট প্রাণী নিজেই । মাছি থেকে মানুষ । সবাই ।
তথাপি । মানুষের শ্বাস-প্রশ্বাস কিংবা । মাছির উড়ন্ত ডানার কাঁপনে ।
কেঁপে ওঠা বায়ু । প্রাণবায়ু হয়ে থাকে ।
পৃথিবী আর । প্রাণীর শরীরে ।
সকাল ৯ টা ৪৬

++

দুপুর ৩ টা ৫৫ মি:
হঠাৎ থামা সকাল ৯টা ৪৬-এর কাব্যবিলাসে ।
মিশিয়ে দিলাম । দিনান্তের রোদ ।
আমার শীত শীত রোদ পিঠ ।
দূষণ নয় । বিশুদ্ধ উষ্ণতা গায়ে মেখে । শীতের উড়ন্ত বাতাস ।
আমার ছায়া সংযোগে । নড়তে থাকে । চড়তে থাকে ।
নড়েচড়ে গাছগাছালির ডালপালা । পাতা ।
পাতার উপর নড়তে থাকে পুকুরের ছায়া ।
আর এই ছায়ার নিজস্ব ঢেউ ।
আমার ফ্রেশ জামার জাবর কাটা স্বভাবে । সেই ঢেউ ।

শুকনো তালপাতার ঝুলে থাকায় ।
দিনান্তের রোদের সাথে ঝুলতে থাকে । পুরাতন যানবাহনের ।
কালো ধোঁয়ার গন্ধ ।
এদের এই ঝুলতে থাকায় । হাপুসনয়নে তাকিয়ে থাকে । হাঁস ।
অসুস্থ । দড়ি বাঁধা পায়ে ।
তার এই অসুস্থতা পাশ কাটিয়ে । দৌড়ে যায় বিড়াল ।
দৌড়ে যায় । ডোবার পাড় আর তার ঝোপঝাড় পেরিয়ে ।

তার পা থেকে ছড়িয়ে পড়া নৈশব্দে ।
কাতরাতে থাকে অনেক নিশাচরের নৈশযাপন ।
ঝুলন্ত ভারাহাঁড়ির গচ্ছিত সম্ভ্রম ।
কাতরাতে থাকে ।
শূন্যে উড়ে যাওয়া উড়োজাহাজের শব্দ । মিশেও মিশে না ।
মিশে না এই নৈশব্দে ।

লক্ষ্য করুন । এই না মেশার পাশেই । আমার সাদা খাতায় ।
অনর্গল মিশে যাচ্ছে কত না বৈপরীত্য ।
কত ভিন্ন ভিন্ন ডাটা । ভিন্ন তথ্য ।
আমি তো এইখানেই মেতে থাকি । এইসব ।
ডাটা এবং তথ্যের ছায়া সংযোগে ।

শীতের চড়চড়ে চামড়ায় তেল বুলিয়ে । ক্রিম বুলিয়ে ।
সময় পেলে বসে পড়ি রোদে ।
জ্যান্ত হাঁসের মৃত পালক । আর । ভেজা বা শুকনো হাঁসগুর পাশে ।
একটু একটু করে সময়কে বুড়ো করি ।

এখন আমার এই মাদুরের বুড়ো শরীর ।
মিশে যায় ধানের গুঁড়োয় ।
খড়ের গাদার স্থিরতা । অস্থিরতা বাড়ায় গেছো ইদুরের ।
অনেকটা আমারই মতো ।
আমার এই থেমে থাকা সময়ে । অস্থির হয়ে তছনছ করেছি সময় ।
টুকরো টুকরো করেছি ।
আমার সেই ছিন্নভিন্ন সময়ের উষ্ণতায় ।
গা সেঁকে পাখি । একে একে জড়ো হয়ে ।
সবথেকে উঁচু বাঁশগাছের ডগায় । পাশাপাশি বসে ।
ক্রমশ শীতল হয়ে আসে পৃথিবী ।
ছায়া নেমে আসে ।
বিকাল ৪ টা ৪৪ মি:

++

০৪-০১-২০১০ সকাল ৮ টা ৪০ মি:
সবকিছুরই ছায়া আছে । ছায়ারও প্রাণ আছে ।
ছায়াও সংকটে আছে ।
প্রাণের সংগাই যথার্থভাবে নির্ধারিত হয় নি । এখনও ।
আর ছায়ার সংগা ?
ছায়া এবং অন্ধকারের পরম বৈপরীত্যে । তফাতে ?
কিচ্ছু যাচ্ছে না । বা আসছে না ।
এই মুহুর্তে আমার সামনে থাকা আধভাঙা এক পেঁপে চারার ।
এর কাটা মুন্ডের নীচের চারপাশ থেকে গজানো সবুজে
লাগছে হাওয়া । আর তা ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে
আমার বাসি জামায় । পুরানো ডিক্সনারির পাতায় ।
ল্যাপটপের ভাঁজে । উড়ন্ত মাছির গুটানো পায়ে ।
ঢুকে পড়ছে প্রাণীর শরীরে । বেরিয়ে আসছে । ফের ।
উড়তে উড়তে ছুঁয়ে যাচ্ছে শীত শীত রোদ ।
শুকনো তালপাতার ঝুলতে থাকায় । আর আমার এই
স্বল্পরস কাব্যবিলাসে । আমি নিশ্চিত । এর থেকে । অনেকবেশি
রসালো । খেজুর গাছে ডগায় বাঁধা হাঁড়ি । সেথায়
কঞ্চির ডগা বেয়ে । ফোঁটা কেটে গড়িয়ে পড়ছে রস ।
সকাল ৯ টা ০৭ মি:

+

আরো লেখার কথা ছিল । হয়নি ।
যারা রসের হাঁড়ি ভাঙছেন । কাব্যরসের ।
তাদের জন্য । আপাতত এ পর্যন্তই ।
শান্তি ।
০১.০২.২০১০ সকাল ৮ টা ৪১ মি:

i-সাহিত্য পত্রিকায় দ্বিতীয় প্রকাশ : ২৭ ফেব্রুয়ারী ২০১০

Check Also

নিয়মিত কবিতাচর্চা // সৌমিত্র রায়

নিয়মিত কবিতাচর্চা আলিপুর সেন্ট্রাল জেল কোয়ার্টার ॰১-১১-২০০৩ রাত্রি ৮টা ৪ ॥ শিলাবতীর ঢেউ চলমান চিন্তাচিন্তনে …

ePoems(Edi:SRoy) 2G.1

ePoems(Edi:SRoy)// Soumitra Roy@Pahara … Kuyar jol theke sokal belar baspo amar gaa theke uriye niye …