Breaking News

2. i-সাহিত্য

একুশ শতকের তথ্যপ্রযুক্তি যুগের সাহিত্য হল i-সাহিত্য বা তথ্যসাহিত্য । এখন প্রশ্ন হতে পারে একটা চলমান সময়ে তো দুই ধরনেরই লেখা হতে পারে । প্রথমত নতুন নতুন দিকচিহ্ন নিয়ে উপস্থিত সাহিত্য , দ্বিতীয়ত ট্রাডিশনাল সাহিত্য । তাহলে i-সাহিত্য কোনগুলি ? সহজ উত্তর :: এই i-যুগে নতুন নতুন দিকচিহ্ন নিয়ে উপস্থিত এইসব সাহিত্যই i-সাহিত্য যা জীবনের নানান অনুষঙ্গে তথ্যপ্রযুক্তির বিভিন্ন ব্যবহারিক সাফল্যের অভিজ্ঞতা নির্ভর করে রচিত ।

বিষয়টি আরো একটু বিস্তারিতভাবে জানতে চলুন ২ জুন ২০০৭-এ প্রকাশিত Infolit-তথ্যসাহিত্য ২য় বর্ষ , ১ম সংখ্যার সম্পাদকীয়র বিশেষ অংশ পুন:পাঠ করি ।

Check Also

নিয়মিত কবিতাচর্চা // সৌমিত্র রায়

নিয়মিত কবিতাচর্চা আলিপুর সেন্ট্রাল জেল কোয়ার্টার ॰১-১১-২০০৩ রাত্রি ৮টা ৪ ॥ শিলাবতীর ঢেউ চলমান চিন্তাচিন্তনে …

ePoems(Edi:SRoy) 2G.1

ePoems(Edi:SRoy)// Soumitra Roy@Pahara … Kuyar jol theke sokal belar baspo amar gaa theke uriye niye …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *