Breaking News

পালকে পালকে

যেভাবে হারিয়ে যাই । যেভাবে ফিরে আসি ।
আমার অক্ষর । সেভাবেই ।
অক্ষর । অক্ষরের হারিয়ে যাওয়া । ফিরে আসা । হস্তাক্ষরে ।
কি-বোর্ডে ।

কিছু পাখি যেভাবে হারিয়ে যায় । শীতে ।
ফিরে আসে । আবার ।

বাতাসে ছড়ায় । ডানা । গায়ের গন্ধ ।

ডানা । ডানার ছায়া । আমার অক্ষরের গন্ধ । পালকে । পালকের
ছায়ায় ।

রচনার তারিখ : ১০ জানুয়ারি ২০০৭ সময়: রাত ৮ টা ৩৫ মি
সৌমিত্র রায়-এর iকবিতা

Check Also

কথাস্রোত

পোড়া ইটের আত্মকথন । একটা নদী । বালুচর । বালিমাটির আত্মকথন । পোড়া ইট । …

সকালবেলার বাসিমুখ

চুরমার দিন । টুকরো টুকরো মুহুর্ত । শান্ত রাত । শেষমেষ । ছড়িয়ে আছে । …