Breaking News

সকালবেলার বাসিমুখ

চুরমার দিন । টুকরো টুকরো মুহুর্ত । শান্ত রাত । শেষমেষ । ছড়িয়ে
আছে । জড়িয়ে আছে । অক্ষরে অক্ষরে । শব্দে । নিঃশব্দে ।

কয়েক টুকরো দিন ।
দিনাতিপাতের কতসব । ছিন্নভিন্ন সকাল । দুপুর । চুরমার ।
চুরমার বিকেল । থেমে যাওয়া বিকেলবেলার হাঁটা ।

গুঁড়িয়ে ফেলি । প্রতিটি দিন । প্রতিদিনের অর্জন ।
প্রতিটি সন্ধ্যার আগে ।

সকালবেলার বাসিমুখ । মেয়ের স্কুলবাস । গোরুর গোয়ালকাড়া ।
বাজারের ব্যাগ । ভিড় বাস । কেরানি চেয়ার । প্রতিদিন ।

প্রতিদিন ভিড় বাসে । মেয়েদের শালীনতা চুরমার হতে দেখা ।
প্রতিদিন ।

সিংহপুর
৯ অক্টোবর ২০০৬ সন্ধ্যা ৭টা ৩৩ মি
সৌমিত্র রায়-এর iকবিতা

Check Also

পালকে পালকে

যেভাবে হারিয়ে যাই । যেভাবে ফিরে আসি । আমার অক্ষর । সেভাবেই । অক্ষর । …

কথাস্রোত

পোড়া ইটের আত্মকথন । একটা নদী । বালুচর । বালিমাটির আত্মকথন । পোড়া ইট । …