Breaking News
Home / blog / আমার পাশে লেপ

আমার পাশে লেপ

জানালা খুলতেই আলো । ঠান্ডা হাওয়া । সাড়ে ছয় সকালের । সাদা আকাশ । ছাই রং-এর গাছ । তলায় রাস্তা । পাশে গোরু বাঁধা । দুটো । হেলে গোরু । পরপর জমি ।

নাড়াগোছা । একটাই জমি । আলুচাষ । সামনে । ভিটের নীচে ।

আলুজমি । সামনেই । ভিটের নীচে । জানালার নীচে ।
কয়েকটা তালগাছ । কদমগাছ ।
তার আগে ।

তার আগে দেয়াল । তার আগে জানালা । জানালার তার ।
তার আগে খাট । বিছানা । তার উপর ।
তার উপর আমি । আমার পাশে লেপ । হাতঘড়ি । বালিশ ।
একটাই রেডিও। চলছে ।

শুনছে । বাসি কান । নড়ছে । বাসিমুখ । এলোমেলো চুল । বাসি । দুটো চোখ ।
বাসি ।
বাসি দৃষ্টি । টাটকা আলো । টাটকা হাওয়া । বাসি জানালা বেয়ে । বাসি আকাশ ।
সাতসকাল । সাতসকাল । টাটকা ।

রচনার তারিখ: ৩ জানুয়ারি ২০০৬ সময়: সকাল ৬টা ৩৩ মি
সৌমিত্র রায়-এর iকবিতা

Check Also

সম্প্রতি অনুষ্ঠিত হলো দিল্লী বইমেলা।১টি রিপোর্ট '৷ ৷৷ আনন্দ ৷৷

সম্প্রতি অনুষ্ঠিত হলো দিল্লী বইমেলা।১টি রিপোর্ট ‘৷ ৷৷ আনন্দ ৷৷

সম্প্রতি অনুষ্ঠিত হলো দিল্লী বইমেলা। নিরদ মজুমদার-এর ১ টি রিপোর্ট —————————————————————— তোমাদের তীর্থ দেখে এলে?তীর্থদর্শন আমি …

কবি সম্মেলন ও 'নিনি' পত্রিকা প্রকাশ । নিজস্ব প্রতিবেদন ৷ বহরমপুর ৷

কবি সম্মেলন ও ‘নিনি’ পত্রিকা প্রকাশ । নিজস্ব প্রতিবেদন ৷ বহরমপুর ৷

নিজস্ব প্রতিবেদন,বহরমপুর,১৯-০৩-২০১৮ ॥ ১৮ মার্চ বহরমপুরের ঈশ্বরচন্দ্র বিদ্যাপীঠের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হল কবি সম্মেলন অনুষ্ঠান।বহরমপুরে কবি …