Breaking News

তসনালার কাঁকর

হাওয়া । ভিজতে ভিজতে উড়ছে । উড়তে উড়তে ভিজছে ।
আমার দৃষ্টি । তোমার মোবাইল থেকে উড়ে আসছে এস.এম.এস-এর
অক্ষর । ভেজা । ভেজা প্যান্ট । ছাতা । ভিজতে ভিজতে
ঘরে ফেরা । তসনালায় গড়িয়ে যাওয়া জল । কাঁকর । কাঁকরের
ঘোরাফেরা । আমার চোখের মধ্যে কাঁকর সারারাত । জেগে
থাকায় । স্বপ্নে ।
সৌমিত্র রায়-এর iকবিতা

Check Also

পালকে পালকে

যেভাবে হারিয়ে যাই । যেভাবে ফিরে আসি । আমার অক্ষর । সেভাবেই । অক্ষর । …

কথাস্রোত

পোড়া ইটের আত্মকথন । একটা নদী । বালুচর । বালিমাটির আত্মকথন । পোড়া ইট । …