একটা উঁচু ঢিপির উপর দিয়ে হাঁটছি
নেমে গেলাম নামলাম
আমার পা-দুটো সমান সমান স্থির এবং অস্থির
ঢিপির উপর কিছু ঘাস আর ঢিপির নীচেও
আর একটা বটচারা
ঢিপির উপর
ঢিপির ডানদিকে একটা জাঁটপুকুর আর বাঁদিকে
একটা মোরাম রাস্তা আমারও
আমার মাথার উপর একটা উড়ে যাওয়া বক
একটা উঁচু ঢিপি আমার হাঁটা একটা জাঁটপুকুর
দুটো রাস্তা
ওর উড়ে যাওয়ার নীচে সমান সমান সমান্তরাল