Breaking News

উড়ে যাওয়া বক

একটা উঁচু ঢিপির উপর দিয়ে হাঁটছি
নেমে গেলাম নামলাম

আমার পা-দুটো সমান সমান স্থির এবং অস্থির
ঢিপির উপর কিছু ঘাস আর ঢিপির নীচেও
আর একটা বটচারা
ঢিপির উপর

ঢিপির ডানদিকে একটা জাঁটপুকুর আর বাঁদিকে
একটা মোরাম রাস্তা আমারও

আমার মাথার উপর একটা উড়ে যাওয়া বক
একটা উঁচু ঢিপি আমার হাঁটা একটা জাঁটপুকুর
দুটো রাস্তা
ওর উড়ে যাওয়ার নীচে সমান সমান সমান্তরাল
সৌমিত্র রায়-এর iকবিতা

Check Also

পালকে পালকে

যেভাবে হারিয়ে যাই । যেভাবে ফিরে আসি । আমার অক্ষর । সেভাবেই । অক্ষর । …

কথাস্রোত

পোড়া ইটের আত্মকথন । একটা নদী । বালুচর । বালিমাটির আত্মকথন । পোড়া ইট । …