সমান্তরাল
আনন্দবাজার পত্রিকা
১৬ জুলাই ২০০৫
বিশ্বাবেতার সংবাদের ‘দূরসংকেত’ (সম্পা সৌমিত্র রায়) ডি এক্স ইন্টারন্যাশনালের সদ্যজাত মুখপত্র ৷ ডি-এক্সইং এর অর্থ বহুদূর থেকে আসা ইথার সংকেতকে গ্রাহক যন্ত্রে (রেডিয়ো) ধরে নেওয়া ৷ অজানা তথ্যের সমাবেশ – সন্ত্রাসের হাত থেকে সতর্ক করার জন্য রাশিয়ার আন্টি টেরর ওয়েবসাইট, ইংরেজি মেলব্যাগের শততম অনুষ্ঠান, জার্মানির ডয়েচেভেলে, গণিত বিষয়ক অনলাইন ফোরাম ম্যাথ ক্লাব ৷